কবে শুরু হবে ওয়ানস্টপ সার্ভিস? সরকারের কাছে তা জানতে চেয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিক্যান চেম্বার অব কমার্স আয়োজিত এক মধ্যান্নভোজ সভায় এ বিষয়ে জানতে চান ব্যবসায়ীরা।
সংস্থাটির সাবেক সভাপতি আফতাবুল ইসলাম অভিযোগ করেন, অনেকদিন যাবত শুধু ওয়ানস্টপ সার্ভিসের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে কিন্তু তার কোনো বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না।
এর পাশাপাশি বন্দর ব্যবস্থাপনা, অবকাঠামো এবং কর কাঠামোর দুর্বলতাগুলো তুলে ধরে এদিকে মনযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।
এসব জায়গা উন্নতি করতে পারলে দেশে বিনিয়োগ নিয়ে আর হাহাকার করতে হবে না বলে তারা উল্লেখ করেন।