গার্মেন্টস শিল্পে সরকার ঘোষিত নিম্নতম মজুরি আট হাজার টাকা পুনঃবিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার রাজধানীর নির্মলসেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
তারা বলেন, নিম্নতম মজুরি পুনর্বিবেচনা করার পাশাপাশি মন্ত্রিপরিষদ অনুমদিত শ্রম আইন সংশোধন করার প্রয়োজন রয়েছে।
সরকার কর্তৃক যে মজুরি ঘোষণা করা হয়েছে, বর্তমান জীবনযাত্রার মানের সঙ্গে তা কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মানা না হলে পরবর্তীতে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম আট হাজার টাকা রেখে এ মজুরি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু।